• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নুরের দলের প্রার্থী মেঘনা আলম

বিনোদন ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পি.এম.
মেঘনা আলম-নুরুল হক নুর-ছবি-ভিওডি বাংলা

সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত মডেল মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে লড়বেন। আজ (২৪ ডিসেম্বর) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এই আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ ওসমান হাদি ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে মারা যান। মেঘনা আলম এখন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিজেকে সচেতন পরিবেশকর্মী হিসেবে পরিচয় দিয়ে মেঘনা আলম বলেছেন, প্রচারণায় তিনি বড় পোস্টার বা লিফলেট ব্যবহার করবেন না, যাতে কাগজের অপচয় রোধ হয়।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের সবচেয়ে নারী-বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার জন্য:

তিনি জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সিসিটিভি ব্যবস্থা স্থাপন করা হবে। এতে স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ রোধ করা যাবে। 

এছাড়া নারীদের জন্য বিশেষ ডে-কেয়ার সিস্টেম চালু করবেন, যাতে তারা নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া বা নতুন কিছু শেখার অবসর পান। নারীদের জন্য আলাদা মসজিদ নির্মাণ ও বিদ্যমান মসজিদে নামাজের স্থান নিশ্চিত করার পরিকল্পনাও তার ইশতেহারে রয়েছে।
 
চিরাচরিত ‘সিঙ্গাপুর বানানোর’ ফাঁপা প্রতিশ্রুতির বাইরে গিয়ে মেঘনা আলম বাস্তবসম্মত উন্নয়নের ওপর জোর দিয়েছেন। তার পরিকল্পনায় রয়েছে, বস্তিবাসী ও সাধারণ পথচারীদের জন্য স্বল্প ব্যয়ে গোসল, ব্রেস্টফিডিং ও লন্ড্রি সুবিধা সম্বলিত আধুনিক পাবলিক ওয়াশরুম। প্রতি মাসে বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও স্বল্পমূল্যে দাঁতের চিকিৎসার ব্যবস্থা করবেন।

নিরাপদ যাতায়াতের জন্য নিরাপদ হাঁটাচলা ও সাইকেল ব্যবহারের জন্য কার্যকর ট্রাফিক কাঠামো গড়ে তুলবেন। এছাড়াও রমজানে বিনামূল্যে ইফতার এবং পুষ্টিচাহিদা পূরণে বিশেষ উদ্যোগ নেবেন মেঘনা।

তিনি বলেন, সমাজে অপরাধ ও অবক্ষয় দূর করতে মানুষের পুষ্টি, পরিচ্ছন্নতা ও আইনগত জ্ঞান বৃদ্ধি সবচেয়ে জরুরি। মুখের প্রতিশ্রুতি নয়, আধুনিক চিন্তা ও আন্তর্জাতিক মানের নেতৃত্বের মাধ্যমে তিনি ঢাকা-৮ আসনকে রূপান্তর করতে চান।

বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
তারেক রহমান: ৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি