• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনার দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়ল ৪১৯৯ টাকা

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পি.এম.
সোনার দামে নতুন রেকর্ড। সংগৃহীত ছবি

দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো সোনার দাম বাড়িয়ে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে সর্বোচ্চ চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা।

আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হবে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস সোনার নতুন দাম বাড়ানোর তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দর অনুযায়ী,

২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা, সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।

এদিকে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী—

২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৮৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ১৯৯ টাকা, সনাতন পদ্ধতির এক ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন
বন্ধের সিদ্ধান্তে পুঁজিবাজারে ধাক্কা: তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত