• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩১ দফা রাষ্ট্র সংস্কারে নিহিত বাংলাদেশের ভবিষ্যৎ: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই দেশের গণতন্ত্র, অর্থনীতি ও শাসনব্যবস্থার সব সংস্কারের রূপরেখা নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে তারুণ্যের শক্তি কেন্দ্রীয় কাউন্সিলের আয়োজনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ ও প্রতীকি আয়োজন এ তিনি এসব কথা বলেন।  

সালাম  বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছিলেন। তখনই বিএনপি বলেছিল গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অথচ এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে আমরা নাকি সংস্কার চাই না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে দিয়েছেন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ ঢুকিয়ে দিয়েছেন। এই ভাঙা ব্যবস্থাকে ঢেলে সাজানো ছাড়া দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।’

বিএনপির এই নেতা বলেন, ৩১ দফাতে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বলা হয়েছে। আজ যারা সংস্কারের কথা বলছেন, তারা যদি আগে ৩১ দফা দেখতেন, তাহলে বুঝতেন আজকের সব প্রয়োজনীয় সংস্কার এই দফাগুলোর মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘আগামী পরশু তারেক রহমান দেশে ফিরছেন। তার আসা ঠেকাতে নানা ষড়যন্ত্র হয়েছে। যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা হয়েছে, ঠিক তেমনিভাবে তারেক রহমানকেও হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। কারণ তারা চায় না জাতীয়তাবাদী শক্তির কোনো নেতৃত্ব এই দেশে টিকে থাকুক।

বিএনপির চেয়ারপারসনের এই নেতা জানান, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশ থেকে মানুষ তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ছুটে আসবে। লক্ষ লক্ষ মানুষ বিমানবন্দরের দিকে যাবে। সবাই শৃঙ্খলা বজায় রাখবেন। অনেকেই হয়তো বিমানবন্দর পর্যন্ত যেতে পারবেন না। যারা যেতে পারবেন না তারা রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে যাবেন। সেখান থেকেই অভ্যর্থনা জানাবেন।

আবদুস সালাম বলেন, ১৭-১৮ বছর আগের তারেক রহমান আর আজকের তারেক রহমান এক নন। তিনি এখন একজন পরিপক্ব, দূরদর্শী ও দায়িত্বশীল নেতা। তিনি সাধারণ মানুষ, কৃষক-শ্রমিক ও বেকার যুবকদের কথা ভেবেই ৩১ দফা প্রণয়ন করেছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কার্ড ব্যবস্থার চিন্তাও তারই।

দেশে নতুন বিনিয়োগ নেই বলে তিনি জানান, শিল্পকারখানা হচ্ছে না ও বেকারত্ব বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে দুর্ভিক্ষ ঠেকানো কঠিন হবে। গণতান্ত্রিক সরকার ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়।

বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, বিএনপি কোনো ডানপন্থী বা বামপন্থী দল নয় বিএনপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। ধর্ম, বর্ণ, জাতি ও লিঙ্গ নির্বিশেষে সবাই বিএনপির কাছে নিরাপদ। এই দেশ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, পাহাড়ি ও বাঙালি সবার।

আবদুস সালাম আরও বলেন, নির্বাচন মানেই শুধু গণতন্ত্র নয়। তবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হলে জবাবদিহিতা আসে।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. শওকত আজিজ, আব্দুল্লাহ আল জুবায়ের বাবু, সাইদুল বাসার শোয়েব, রেজাউল হোসেন অনিক, আইনুন নিশাত ও মোহাম্মদ জিসান গোলজারসহ প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে