• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রেলপথ উপদেষ্টা

বিএনপির জন্য ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন

ভিওডি বাংলা ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পি.এম.
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চাহিদা অনুযায়ী ১১টি ট্রেনের মধ্যে ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে লোকোমোটিভ ও কোচের তীব্র সংকট রয়েছে। তা সত্ত্বেও লন্ডন থেকে আগত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভায় জনসাধারণের অংশগ্রহণ সহজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ জানুয়ারি তাদের চাহিদাকৃত ১১টি ট্রেনের মধ্যে ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ছাড়া ৮টি নিয়মিত ট্রেনে ১৭টি অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এর ফলে রেলের দুটি অপ্রধান লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি স্পেশাল ট্রেন পরিচালনার কারণে নিয়মিত যাত্রীদের কিছুটা ভোগান্তি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, গণতন্ত্রের অভিযাত্রাকে সুগম করতে বাংলাদেশ রেলের যাত্রীসাধারণ এই সাময়িক অসুবিধা মেনে নেবেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান