• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জ

এসডিডিবি প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
নবাবগঞ্জে এসডিডিবি প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণ এবং ‘ওয়ান-স্টপ সলিউশন সেন্টার’ স্থাপনের সম্ভাবনা বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল পরিচালিত এসডিডিবি প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের উন্নয়ন সংস্থার সভাপতি মতলুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সরকারি সকল সেবা এক জায়গা থেকে নিশ্চিত করতে ‘ওয়ান-স্টপ সলিউশন সেন্টার’ স্থাপন করা জরুরি। এতে তাদের ভোগান্তি কমবে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মোখাকখারুল ইসলাম,  এনিমেটর আসুন্তা হেমব্রম, সেচ্ছাসেবক অঞ্জলী হাঁসদা, সেচ্ছাসেবক সাইফুল ইসলাম সহ অ্যাডভোকেসি সভায় প্রতিবন্ধী ও প্রবীণ প্রতিনিধি, প্রতিবন্ধী নারী ফোরামের সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে