• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বাধীন সার্বভৌমের প্রশ্নে

সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২২ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : ফাইল

যারা দেশকে স্বাধীন সার্বভৌম হিসেবে দেখতে চায় তাদেরকে সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এখন মব ভায়োলেন্সের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় হয়ে এসেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে এই অপশক্তিকে।’

তিনি বলেন, প্রথম আলো-ডেইলি স্টার নয়, বরং গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। জুলাই আন্দোলনের ওপর আঘাত এসেছে।

বর্তমানে যে বাংলাদেশ দেখা যাচ্ছে তার স্বপ্ন কখনো দেখা হয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদের শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।

তিনি আরো বলেন, আমি আপনাদের আহ্বান জানাবো, এখানে এসে শুধু একাত্মতা ঘোষণা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজ সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে।

এতে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া মব ভায়োলেন্সের সাথে সরকারের একটি অংশের সমর্থন আছে, রাজনৈতিক সমর্থন আছে, এছাড়া এটি করা সম্ভব হতো না।

নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, পৃথিবীর সব জায়গায় সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া কোনো গণতন্ত্রিক প্রক্রিয়া নয়।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডেইলি স্টার প্রথম আলোর সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ২৬-২৭ জন আটকে ছিলো ফায়ার সার্ভিস যেতে দেওয়া হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ডে স্বাবলম্বী হয়ে নারীরা মাথা উঁচু করে দাঁড়াবে
তানভীর আহমেদ রবিন: ফ্যামিলি কার্ডে স্বাবলম্বী হয়ে নারীরা মাথা উঁচু করে দাঁড়াবে
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার