• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণায় বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি    ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পি.এম.
পা-মুখ বাঁধা বৃদ্ধের গলা কাটা মৃতদেহ উদ্ধার। ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণার সদর উপজেলায় কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে নারিয়াপাড়া গ্রামে পা-মুখ বাঁধা অবস্থায় নিজ শয়ন কক্ষে হেলাল উদ্দিন তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পেশায় তিনি কৃষক ছিলেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে থানা-পুলিশ।

নিহত বৃদ্ধ হেলাল উদ্দিন তালুকদার একই গ্রামের মৃত আশ্রব আলী তালুকদারের ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন ও জেলা যুবদলের সাবেক নেতা শাহাবউদ্দিন রিপনের আপন চাচাতো ভাই এবং এক মেয়ে ও এক ছেলের সন্তানের জনক ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হত্যাকান্ডের সাথে পরিবারের লোকজনসহ বাহিরের লোকজন জড়িত থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বেদানা আক্তারকে থানায় আনা হয়েছে। তবে অতি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আমরা কোনো আধিপত্যবাদ মানব না: জামায়াত আমির
আমরা কোনো আধিপত্যবাদ মানব না: জামায়াত আমির
বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ
বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ