হাদি ভাইয়ের মৃত্যুতে অনেক কেঁদেছি: শিরিন শিলা

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শিরিন শিলা ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শিরিন শিলা বলেন, “হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এভাবে কাঁদিনি। মনে হচ্ছে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে।” সম্প্রতি এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
তিনি জানান, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তার প্রতি আগ্রহ তৈরি হয়। শিরিন শিলা আগের মতো হাদিকে খুব একটা চিনতেন না, তবে ঘটনার পর তিনি তার জীবন ও কর্ম নিয়ে বিস্তর গবেষণা করেন।
শিরিন শিলা বলেন, উনাকে নিয়ে অনেক রিসার্চ করেছি। উনার বিপ্লবী কবিতা, কথাবার্তা-প্রতিটি কথায় দেশের প্রতি ভালোবাসার গন্ধ পাই।
তিনি আরও বলেন, এরপর থেকে আমি সত্যিকার অর্থেই উনার ফ্যান হয়ে গেছি। উনার প্রতিটা কথা, প্রতিটা ইন্টারভিউ দেখেছি। আমার মনে হয় না উনার কোনো ভিডিও দেখা বাকি আছে।
প্রয়াত শরীফ ওসমান হাদির জন্য ন্যায়বিচার চেয়ে শিরিন শিলা বলেন, আমি নীরবে কান্না করেছি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। আমরা তাকে শহীদ হিসেবেই মানি।
তিনি প্রয়াত হাদির জন্য ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, “আমি চাই যারা তাকে খুন করেছে, তাদের শাস্তি হোক। আল্লাহ যেন তাদের এই দুনিয়াতেই বিচার করেন। আমরা উনাকে শহীদ হিসেবেই মানি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন।”
ভিওডি বাংলা/জা





