• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাকৃবি

চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অমৃতা, সম্পাদক সৌমিত্র

বাকৃবি প্রতিনিধি    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পি.এম.
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অমৃতা, সম্পাদক সৌমিত্র। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নবগঠিত কমিটির ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নবগঠিত কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী অমৃতা মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সৌমিত্র পাল।

১৯ সদস্যবিশিষ্ট ওই কমিটির অন্যান্য সদস্যরা হলেন - সহ-সভাপতি অন্তর ঢালী (পশুপালন অনুষদ), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন আকাশ (কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ),অর্থ সম্পাদক অনিন্দিতা রায় (পশুপালন অনুষদ), প্রচার সম্পাদক মারুফ ইসলাম সোহান (ভেটেরিনারি অনুষদ),কর্মশালা সম্পাদক শুভ চাকমা (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ), পাঠচক্র সম্পাদক অনিন্দ্য সরকার (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ), সাহিত্য ও চলচ্চিত্র সম্পাদক পীযুষ রায় (কৃষি অনুষদ), নাট্য সম্পাদক জেমিমা রশিদ ইশা (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ)। 

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন - ভূমিকা প্রামাণিক (কৃষি অনুষদ), অপ্সরা রেমা (পশুপালন অনুষদ), অনুপম চন্দ্র বর্মন (ভেটেরিনারি অনুষদ), সজীব সরকার (ভেটেরিনারি অনুষদ), সায়ন্তী দত্ত (কৃষি অনুষদ), স্নিগ্ধা গোপ (ভেটেরিনারি অনুষদ), উপমা চাকমা (পশুপালন অনুষদ), জ্যোতি বর্মন (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ), সিথী ঘোষ (ভেটেরিনারি অনুষদ)।

সভাপতি অমৃতা মন্ডল বলেন, "চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাকৃবি শাখা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। উন্নত জীবনবোধ ও মূল্যবোধের সঠিক দিশা পেতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।" এছাড়াও উপস্থিত বক্তারা বলেন, "গান, নাটক, সিনেমা, সাহিত্যপাঠ, আবৃত্তি ও চিন্তাশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরি করা চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাকৃবি শাখার একটি অন্যতম উদ্দেশ্য।" 

ভিওডি বাংলা/ আরাফাত হোসাইন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ’লীগ সভাপতি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নলছিটি আ’লীগ সভাপতি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কাগজে বৃত্তি পরীক্ষা, বাস্তবে ফি-বাণিজ্য
ব্রাহ্মণবাড়িয়া কাগজে বৃত্তি পরীক্ষা, বাস্তবে ফি-বাণিজ্য
কাজ শেষ করতে হলো পুলিশ পাহারায়
ঠিকাদারকে হুমকি কাজ শেষ করতে হলো পুলিশ পাহারায়