• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া

কাগজে বৃত্তি পরীক্ষা, বাস্তবে ফি-বাণিজ্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
প্রবেশপত্রে ৭০০০+ সিরিয়াল। ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে মেধা বিকাশ ও বৃত্তি পরীক্ষার নামে সরকারি অনুমোদন ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কিন্ডারগার্ডেন উন্নয়ন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

প্রতিষ্ঠানটি শহরের বিভিন্ন কিন্ডারগার্ডেন ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ জন শিক্ষকের সহযোগিতায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি তথাকথিত বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে বলে অভিযোগ রয়েছে। আগামী ২০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

প্রবেশপত্রে ৭০০০+ সিরিয়াল, টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, আমার সন্তানের প্রবেশপত্রের সিরিয়াল নম্বর ৭০০০-এর বেশি। যদি প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করেও নেওয়া হয়, তাহলে মোট টাকার পরিমাণ দাঁড়ায় প্রায়  লক্ষ টাকা। সরকারি অনুমোদনহীন একটি প্রতিষ্ঠান কীভাবে এত বড় অঙ্কের টাকা আদায় করছে—এটাই বড় প্রশ্ন।”

অভিভাবক আরও অভিযোগ করেন, প্রবেশপত্রে দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ নিতে গেলে সেখানে ওই প্রতিষ্ঠানের কোনো কার্যালয় বা কার্যক্রমের অস্তিত্বই পাওয়া যায়নি। ঠিকানাহীন একটি প্রতিষ্ঠানের নামে শিশুদের পরীক্ষা নেওয়া ভয়ংকর বিষয়।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া জানান,
এ ধরনের কোনো বৃত্তি বা মেধা পরীক্ষা নেওয়ার সরকারি বিধান নেই। এ পরীক্ষার বিষয়ে কোনো সরকারি অনুমোদনও দেওয়া হয়নি। সরকার বরং পরীক্ষার সংখ্যা কমানোর নীতিতে কাজ করছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগ অস্বীকার করে কিন্ডারগার্ডেন উন্নয়ন পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ফারজানা ববি বলেন,
আমরা সরকারের সকল নিয়ম মেনেই কার্যক্রম চালাচ্ছি। বিগত তিন বছর ধরে আমরা এই বৃত্তি পরীক্ষা নিয়ে আসছি। এবছর ১০৫০ জন  শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হলেও এতে আমাদের লোকসান হচ্ছে। তবুও শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

ইউএনও’র অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা সদর ইউএনও’র কাছে গিয়েছিলাম, কিন্তু তাকে পাওয়া যায়নি। তাই সরাসরি অনুমতি নেওয়া সম্ভব হয়নি।”

ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান অনুষ্ঠিত
রাজবাড়ীতে শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান অনুষ্ঠিত
কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর
কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
নবাবগঞ্জ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত