বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন, নিরাপত্তা পরিস্থিতিসহ বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকে ঘিরে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। একই সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলেও কূটনীতিকদের অবহিত করা হয়। এ লক্ষ্যে বিভিন্ন দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ব্রিফিংয়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাহিনীগুলোর সার্বক্ষণিক তৎপরতার বিষয়টি তুলে ধরা হয় এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়েও কূটনীতিকদের আশ্বস্ত করা হয়।
ভিওডি বাংলা/জা


