• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ী-২

বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পি.এম.
বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পাংশা পৌর শহরে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নতুন করে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, তিনি নিজেও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

নাসিরুল হক সাবু বলেন, রাজবাড়ী-২ আসনটি পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপি যে প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে, তাকে সাধারণ মানুষ গ্রহণ করতে পারছে না। মাঠপর্যায়ে জনগণের মধ্যে কোনো উৎসাহ-উদ্দীপনা নেই বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এ আসনের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের কাছে প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে দলীয়ভাবে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে জিয়া মঞ্চ ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, সারা দেশের মতো রাজবাড়ী-২ আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এখানে প্রায় ৮০ শতাংশ মানুষ যে প্রার্থীকে সমর্থন করে, তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে ঘোষিত প্রার্থীকে এই আসনের জনগণ গ্রহণ করতে পারছে না। মনোনয়ন ঘোষণার পর এলাকায় কোনো আনন্দ, উৎসব কিংবা নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বক্তব্য দেন নাসিরুল হক সাবুর কন্যা ফারজানা অনি। তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের জনগণ পরিবর্তন চায়। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হলে বিএনপি আরও শক্তিশালী হবে।

সংবাদ সম্মেলনে নাসিরুল হক সাবুর সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে পাংশা শহরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/ এস. কে. পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
ব্যতিক্রমী আয়োজনে মধুপুরে মহান বিজয় দিবস উদযাপন
ব্যতিক্রমী আয়োজনে মধুপুরে মহান বিজয় দিবস উদযাপন