অপারেশন ডেভিলহান্ট ফেজ-২
নবাবগঞ্জে আ’লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করে গত ২ দিনে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করছে।
নবাবগঞ্জ থানার ওসি মিটু দে জানান গত মঙ্গলবার রাতে ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও বড় মহেশপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মশফিকুর রহমান (৪৮) কে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার তাকে আদালত সোপর্দ করা হয়েছে। অপরদিকে গত সোমবার রাতে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও রঘুনাথপুর(কাশিপুর আমতলা) গ্রামের মজিবর রহমানের ছেলে হাশেম আলী (৫৩) এবং গোলাপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য ও পশ্চিম খোদাইপুর (নয়াপাড়া) গ্রামের ইউসুফ আলীর ছেলে আতিয়ার রহমান (৪১) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২ জন কে গত মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। জিম্মি করে প্রায় ১৫ লাখ টাকার গাছ কাটার মামলায় তারা অভিযুক্ত।
ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ






