স্বপ্নের নায়িকা শাবনূরের জন্মদিন আজ

ঢাকাই সিনেমার ইতিহাসে নব্বইয়ের দশক মানেই শাবনূর। নন্দিত এই অভিনেত্রীর জন্মদিন আজ, ১৭ ডিসেম্বর। কোটি দর্শকের হৃদয়ের নায়িকা শাবনূর বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।
১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন তিনি। শাবনূরের প্রকৃত নাম নূপুর। পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৩ সালের ১৫ অক্টোবর। পরবর্তীতে ১৯৯৪ সালে জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি নিয়মিত অভিনয়ে যুক্ত হন।
সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে শাবনূর করেছেন ১৪টি সিনেমা, যা দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, অমিত হাসান, আমিন খান ও বাপ্পারাজের সঙ্গে অভিনয় করেও তিনি সাফল্যের স্বাক্ষর রাখেন।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

জন্মদিন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাবনূর বলেছিলেন, ‘এহতেশাম দাদু বেঁচে থাকাকালে আয়োজন করে যে জন্মদিনটি উদযাপন করা হয়েছিল, সেটিই আমার অভিনয় জীবনের সেরা জন্মদিন।’
তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে চলচ্চিত্রে এখনো সম্মান নিয়ে আছি। আমার অভিনয় জীবনের প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার বোন ঝুমুরের কথা না বললেই নয়। সবার সহযোগিতাতেই আমি আজকের শাবনূর।’
বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সেখানে তিনি ছেলে আইজান, মা, ভাই ও বোনদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
ভিওডি বাংলা/জা







