• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফিলিস্তিনিসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ফাইল ছবি

ফিলিস্তিনি পাসপোর্টধারীসহ আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো-বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস, সিরিয়া এবং ফিলিস্তিন।

গতকাল মঙ্গলবার  (১৬ ডিসেম্বর) ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় ও জননিরাপত্তার হুমকি বিবেচনায় স্ক্রিনিং, যাচাই-বাছাই ও তথ্য আদান-প্রদানে দীর্ঘদিনের গুরুতর ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিবৃতিতে আরও জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে। 

এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করেছিল। পরে ৪ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম জানান, এই নিষেধাজ্ঞার তালিকা অন্তত ৩২টি দেশে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুক হামলায় ১৫ জন ইহুদি নিহত হওয়ার ঘটনার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই অপ্রত্যাশিত মনে করছেন না।

তবে সিরিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে। কারণ এর কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। যদিও সম্প্রতি সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় প্রশাসন কঠোর অবস্থান নেয়।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় পর্যাপ্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও কার্যকর যাচাই-বাছাই ব্যবস্থার অভাব থাকায় দেশটির নাগরিকদের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিচালক বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
পরিচালক বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
জরুরি অবতরণকালে মেক্সিকোতে প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৭
জরুরি অবতরণকালে মেক্সিকোতে প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৭
গাজায় ১ ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৪৫ মরদেহ
গাজায় ১ ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৪৫ মরদেহ