• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির স্বাস্থ্য স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পি.এম.
শরিফ ওসমান হাদি-ছবি-ভিওডি বাংলা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির স্বাস্থ্য সম্পর্কে সবশেষ তথ্য দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে জানানো হয়, ‘স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রথমে শরীরকে সম্পূর্ণ স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর বা ইংল্যান্ডে হতে পারে। মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের সংযোগ পুনঃস্থাপন করা।’

পরে ১৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর ও ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর বিশেষজ্ঞদের পরামর্শে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়।

সবশেষে বলা হয়, ‘হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহ নসীব করেন।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা জুলাই ঐক্যের
‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা জুলাই ঐক্যের
হাদির গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন নয়, বিচার চাই: আখতার
হাদির গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন নয়, বিচার চাই: আখতার
পুলিশ ব্যর্থ হলে জনগণকে নিয়েই প্রতিরোধ করব
নাহিদ ইসলাম পুলিশ ব্যর্থ হলে জনগণকে নিয়েই প্রতিরোধ করব