প্রযুক্তি সাংবাদিকদের জন্য কনটেন্ট তৈরির বিশেষ কর্মশালা

ঢাকায় সম্প্রতি প্রযুক্তি সাংবাদিকদের জন্য একটি বিশেষ কনটেন্ট তৈরির কর্মশালার আয়োজন করে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)। এই কর্মশালায় প্রশিক্ষণ দেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কনটেন্ট টিমের সদস্যরা। সম্প্রতি ঢাকায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুরুতে টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, “বিশ্বজুড়ে গণমাধ্যম শিল্প দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় সামাজিক যোগাযোগমাধ্যম এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এসব মাধ্যম সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি। ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার পরিধি বাড়াতে টিকটকের মতো মাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।”
কর্মশালায় প্রশিক্ষকরা জানান, টিকটকে মানসম্মত ও সঠিক কনটেন্ট অনেক বেশি কার্যকর হয়। তারা টিকটকে অ্যাকাউন্ট খোলার নিয়ম নিয়ে আলোচনা করেন। কেন কনটেন্ট তৈরি জরুরি এবং কীভাবে উন্নতমানের কনটেন্ট তৈরি করা যায়, সে বিষয়েও দিকনির্দেশনা দেন।
এ ছাড়া কনটেন্ট পরিকল্পনা, উপস্থাপনের কৌশল এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়। পরে সাংবাদিকদের জন্য হাতে-কলমে টিকটক কনটেন্ট তৈরির প্রক্রিয়া দেখান প্রশিক্ষকরা।
টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রযুক্তি সাংবাদিকরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা






