• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেবীগঞ্জে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন যমজ ২ বোন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি    ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এ.এম.
মায়ের সঙ্গে যমজ দুই বোন পূজা রানী রায় ও পলি রানী রায়-ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মেডিকেল ভর্তি পরীক্ষায় একসঙ্গে সাফল্য অর্জন করেছেন যমজ দুই বোন-পূজা রানী রায় ও পলি রানী রায়। দুই বোনের এই যুগপৎ সাফল্যে পরিবারসহ পুরো এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। 

গত ১৪ ডিসেম্বর প্রকাশিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে পূজা রানী রায় কুষ্টিয়া মেডিকেল কলেজে এবং পলি রানী রায় নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছেন।

সফল দুই শিক্ষার্থীর বাবা ভূপেন্দ্র নাথ রায় একজন কৃষক এবং মা শান্তনা রানী মহন্ত বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তাদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগের হাট এলাকায়।

পূজা ও পলির শিক্ষাজীবনের সূচনা হয় বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে তারা বিনয়পুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তারা রংপুরের একটি কোচিং সেন্টারে কোচিং গ্রহণ করেন।

শিক্ষাজীবনে পলি রানী রায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ২০২৩ সালে গোল্ডেন প্লাসসহ বৃত্তি অর্জন করে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। একই বছর দুই বোনই মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন প্লাস এবং চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন প্লাসসহ উত্তীর্ণ হন। পাশাপাশি তারা ট্যালেন্টপুল বৃত্তিও লাভ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পূজা রানী রায় জানান, তিনি একজন কার্ডিওলজিস্ট হতে চান। অপরদিকে পলি রানী রায়ের স্বপ্ন একজন গাইনোকোলজিস্ট হওয়ার।

২০০৬ সালের ১৫ জুলাই জন্ম নেওয়া এই যমজ বোনদের বড় বোন যুক্তি রানী রায় বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

একসঙ্গে দুই মেয়ের সাফল্যে আবেগাপ্লুত বাবা-মা বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই আজ তারা এই অর্জনে পৌঁছেছে। এতে তারা অত্যন্ত গর্বিত।

উল্লেখ্য, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ১০০ জন এবং বিডিএস কোর্সে ৫৪৫ জন ভর্তির সুযোগ পান। পাশাপাশি বেসরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে ৭ হাজার ৫০৬ জন এবং বিডিএস কোর্সে ১ হাজার ৪০৫ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছেন।

বিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বাঁশখালীতে বিএনপির বিজয় দিবসের র‍্যালিতে পাপ্পা
বাঁশখালীতে বিএনপির বিজয় দিবসের র‍্যালিতে পাপ্পা
নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা
নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা