• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাহিদ ইসলাম

পুলিশ ব্যর্থ হলে জনগণকে নিয়েই প্রতিরোধ করব

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পি.এম.
আগ্রাসনবিরোধী যাত্রা শেষে আয়োজিত সমাবেশে কথা বলছেন নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তবে এনসিপি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক উত্তরণ চায়। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণই তাদের প্রধান শক্তি। পুলিশ বাহিনী ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়েই প্রতিরোধ গড়ে তোলা হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে আগ্রাসনবিরোধী যাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকালে বাংলামোটর এলাকা থেকে শুরু হওয়া এই যাত্রা কাটাবন মোড়, নীলক্ষেত মোড় ও পলাশীর মোড় প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

নাহিদ ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, “আমাদের নিজেদের নিরাপত্তা আমাদেরই নিতে হবে। কারণ জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয়, আমরা পাল্টা আঘাত চালিয়ে যাবো।”

তিনি অভিযোগ করেন, একটি মহল জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট প্রার্থনার চেষ্টা করছে। নাহিদ বলেন, “মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, তেমনি ইসলামের নামেও জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ নেই।”

স্বাধীনতার ৫৪ বছর পার হলেও মুক্তিযুদ্ধের চূড়ান্ত রাজনৈতিক সুরাহা হয়নি বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। কিন্তু আওয়ামী লীগ অপরাজনীতির মাধ্যমে মুজিববাদ চাপিয়ে দিয়ে দেশকে বিভক্ত করেছে।”

পাশের দেশ ভারত বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “৫ আগস্ট আমরা আওয়ামী লীগের একচেটিয়া বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বের করে এনে একটি নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, ডা. তাজনুভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির রিল মেকিং প্রতিযোগিতা
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির রিল মেকিং প্রতিযোগিতা
পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী
পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ
নারায়ণগঞ্জ-৫ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ