• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজয় দিবসে পথপ্রাণীদের ডিওয়ার্মিং ক্যাম্পেইন এএসবির

বাকৃবি প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পি.এম.
বিজয় দিবসে পথপ্রাণীদের ডিওয়ার্মিং ক্যাম্পেইন এএসবির। ছবি: ভিওডি বাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে অ্যানিমাল সেভিয়ার্স অব বাংলাদেশ (এএসবি) এর উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে একটি ডিওয়ার্মিং ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। দিনব্যাপী এই কার্যক্রমে ক্যাম্পাস ও আশপাশের এলাকার ২৫টিরও বেশি পথপ্রাণীকে কৃমিনাশক ট্যাবলেট ও ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই এই কার্যক্রমে অংশ নেন সংগঠনটির সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত চিকিৎসার অভাবে পথপ্রাণীরা নানা স্বাস্থ্যঝুঁকিতে থাকে। সে বিষয়টি বিবেচনায় রেখেই বিজয় দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনে প্রাণীদের সুস্থতা ও কল্যাণকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়।

তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের শুধু স্বাধীনতা নয়, মানবিকতা ও সহানুভূতির শিক্ষা দিয়েছে। সেই চেতনাকে ধারণ করেই আমরা পথপ্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করেছি।

বিজয় দিবসে আয়োজিত এই ডিওয়ার্মিং ক্যাম্পেইন প্রাণীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে। মানুষের স্বাধীনতার পাশাপাশি সকল প্রাণীর প্রতি সহানুভূতিই হোক আমাদের প্রকৃত বিজয়-এমন বার্তাই তুলে ধরেছে এই উদ্যোগ।

ভিওডি বাংলা/ আরাফাত হোসাইন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা
নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির র‌্যালি
বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির র‌্যালি