বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির র্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিনটির তাৎপর্যকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় শহরের ঐতিহ্যবাহী লোকনাথ দীঘির ময়দান থেকে র্যালিটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে হাজারো নেতাকর্মী র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফারুকি পার্ক স্মৃতিসৌধ এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালি চলাকালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। নেতাকর্মীদের কণ্ঠে “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করো”, “গণতন্ত্র ফিরিয়ে আনো”, “ভোটাধিকার নিশ্চিত করো”—এমন নানা স্লোগান শোনা যায়।
র্যালি শেষে ফারুকি পার্ক স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। এই বিজয় অর্জনের পেছনে রয়েছে লাখো শহীদের রক্ত ও ত্যাগ। সেই চেতনাকে ধারণ করেই আমাদের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের দিনে আমাদের অঙ্গীকার হোক—স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা। দেশের মানুষ যেন আবার ভোটের অধিকার ফিরে পায় এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এ.বি.এম. মোমিনুল হক, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জসিম উদ্দিন রিপন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মো. আজিম, মনির হোসেন, মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।
এছাড়া সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিন আহমেদ, সদস্য সচিব সমীর চক্রবর্তীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিজয় দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ







