বিজয় দিবসে ছাত্রদলের উদ্যোগে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা

মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলায় ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পৌর শহরের চায়না মাঠ চত্বরে নলছিটি উপজেলা ছাত্রদলের আয়োজনে এ মানবিক সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে আগত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগী দেখেন ডা. গোলাম মুহাম্মদ সিদ্দিকী। সকাল থেকে বিকেল পর্যন্ত শত শত মানুষ এ সেবা গ্রহণ করেন।
নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান জানান, নলছিটি ছাত্রদলের উদ্যোগে স্থানীয় সেবা ক্লিনিক ও লাইফ কেয়ার ক্লিনিকের যৌথ সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফ্রি চিকিৎসা সেবা পেয়ে সাধারণ রোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য নলছিটি ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি ছাত্রদলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, বিজয় দিবসের মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।
ক্যাম্প চলাকালীন নলছিটি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।
ভিওডি বাংলা/ মশিউর রহমান রাসেল/ আ







