নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ঝালকাঠির নলছিটি উপজেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
দিবসের প্রথম প্রহরে নলছিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিজবী আহমেদ সবুজ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সালেহ ইফাদ ইসতিয়াক, নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম, পুলিশ পরিদর্শক মোঃ আশ্রাব আলী সহ সরকারি কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, অভিভাবক এবং শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
সকাল ৮টায় স্থানীয় চায়না মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের দেশাত্মবোধক ডিসপ্লে প্রদর্শন এবং শান্তির প্রতীক হিসেবে কবুতর উড়ানো হয়।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন ইউএনও। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে তাঁর সভাপতিত্বে দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় খাবার বিতরণ, দোয়া ও মোনাজাত, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এসব আয়োজনে নলছিটিজুড়ে বিজয়ের আনন্দ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটে।
ভিওডি বাংলা/ মশিউর রহমান রাসেল/ আ







