• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজয় দিবস

কুমারখালীতে সুবিধাবঞ্চিতদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পি.এম.
সুবিধাবঞ্চিতদের পুরস্কার বিতরণ। ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবন্ধী ও কচিকাঁচাদের নিয়ে  ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১৬ ডিসেম্বর ) মঙ্গলবার কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের আয়োজনে, সকাল ১১ টার সময় খয়েরচারা এলাকায়  ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে কচিকাঁচা ও সুবিধাবঞ্চিত শিশুরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন, কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের সভাপতি সুকুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, মুক্তি বিশ্বাস, সংগঠনের সদস্য স্বর্ণা বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

মহান বিজয় দিবসে ক্রীড়া  অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ও অসহায় মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা বলেন, প্রতিবন্ধী ও কচিকাঁচাদের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা দিতেই এই আয়োজন করা হয়েছে। এতে কচিকাঁচা ও সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের মধ্যে ব্যাপক আগ্রহ প্রকাশ পাচ্ছে।

ভিওডি বাংলা/ মোশারফ হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি প্রার্থী নুরুল ইসলামের নেতৃত্বে বিজয়র‌্যালী
সুনামগঞ্জ-৪ বিএনপি প্রার্থী নুরুল ইসলামের নেতৃত্বে বিজয়র‌্যালী
বিজয় দিবসে ছাত্রদলের উদ্যোগে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা
বিজয় দিবসে ছাত্রদলের উদ্যোগে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা
নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন