• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজয়ের আনন্দে শোবিজ তারকাদের দেশপ্রেম

বিনোদন ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পি.এম.
জয়া আহসান-শবনম বুবলী-কুসুম শিকদার-ছবি-ভিওডি বাংলা

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বীর বাঙালির সাহস ও আত্মত্যাগের স্মৃতিতে ভাসছে পুরো দেশ। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দিনে সাধারণ মানুষসহ শোবিজ অঙ্গনের তারকারাও উদযাপন করছেন বিজয়ের উল্লাস।

অভিনেত্রী জয়া আহসান বিজয় দিবসকে গভীর দর্শন থেকে দেখেন। ফেসবুকে তিনি লিখেছেন, “বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।” তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের সঠিক প্রতিদান তখনই সম্ভব হবে, যখন বাংলাদেশকে ন্যায্য ও সাম্যের রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যাবে।

চিত্রনায়িকা শবনম বুবলী এবারের বিজয় দিবস উদযাপন করেছেন একটু ভিন্ন আঙ্গিকে। তিনি আগামীর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে তুলে দিয়েছেন জাতীয় পতাকা। মা-ছেলের সেই স্নিগ্ধ ও দেশপ্রেমের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি ভক্তদের জানিয়েছেন মহান বিজয় দিবসের শুভেচ্ছা। নেটিজেনরা বুবলীর এই ছবিকে আগামীর প্রজন্মের কাছে দেশপ্রেম পৌঁছে দেওয়ার এক সুন্দর প্রচেষ্টা হিসেবে দেখছেন। 

অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও শামিল হয়েছেন বিজয়ের এই আনন্দ আয়োজনে। ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত অথচ আন্তরিক এক বার্তায় তিনি লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

বিজয়ের এই দিনে শোবিজ তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, পর্দার পেছনের মানুষগুলোও দেশপ্রেমে সমানভাবে উজ্জীবিত। তাদের বার্তায় উঠে এসেছে একটি সুন্দর, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রা শুরু
তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রা শুরু
বাগদানের খবর প্রকাশ করলেন অর্জুন রামপাল
বাগদানের খবর প্রকাশ করলেন অর্জুন রামপাল
মেয়ের অনুপ্রেরণায় বদলে গেল বাঁধনের জীবনধারা
মেয়ের অনুপ্রেরণায় বদলে গেল বাঁধনের জীবনধারা