• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে বিজয়ের প্রথম প্রহরে পুলিশ প্রশাাসনের শ্রদ্ধার্ঘ্য অর্পণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পি.এম.
বাঁশখালীতে বিজয়ের প্রথম প্রহরে পুলিশ প্রশাাসনের শ্রদ্ধার্ঘ্য অর্পণ। ছবি: ভিওডি বাংলা

​চট্রগ্রাম বাঁশখালীতে ​মহান বিজয় দিবসের প্রথম প্রহরেই বাঁশখালী থানা চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে অফিসার ইনচার্জের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

​মঙ্গলবার(১৬ই ডিসেম্বর) বিজয়ের ঊষা লগ্নে, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ'র নেতৃত্বে পুলিশের সুশৃঙ্খল ও চৌকস একটি দল শহীদ বেদীতে সারিবদ্ধভাবে পুষ্পমাল্য অর্পণ করে।

এই সময় সকল পুলিশ সদস্য নীরবতা পালন করে এবং জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

​অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে সকল বীর আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পুলিশ সদস্যরা সর্বদা জনগণের সেবায় নিয়োজিত থাকবে।
​এ সময় শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে থানার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ জয়নাল/ আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আমরা কোনো আধিপত্যবাদ মানব না: জামায়াত আমির
আমরা কোনো আধিপত্যবাদ মানব না: জামায়াত আমির
বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ
বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ