• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পি.এম.
রাজবাড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন। ছবি: ভিওডি বাংলা

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, লোকোশেড বধ্যভূমি, বীর মুক্তিযোদ্ধা শহিদ রফিক, সফিক ও সাদিক এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ আব্দুল আজিজ খুশির কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনও জনগণের আশা-আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।

এদিকে সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় দিবসের বাণী পাঠ, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন স্টলে মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বিএনপির বিজয় দিবসের র‍্যালিতে পাপ্পা
বাঁশখালীতে বিএনপির বিজয় দিবসের র‍্যালিতে পাপ্পা
নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা
নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত