• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আড়িয়াল খাঁ নদ থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পি.এম.
আড়িয়াল খাঁ নদ থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় হনুফা বেগম(৩৩) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

নিহত হনুফা বেগম মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ বেপারীর মেয়ে এবং আনোয়ার বেপারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে আড়িয়াল খাঁ নদ থেকে একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ বিষয়টি শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় হনুফা বেগমের লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে হনুফা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলে নদীতে ভাসমান লাশের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

মাদারীপুরের শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, থানার কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার শেষে পরিবারের সাথে কথা বলে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

ভিওডি বাংলা/ আহসান হাবীব/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বিএনপির বিজয় দিবসের র‍্যালিতে পাপ্পা
বাঁশখালীতে বিএনপির বিজয় দিবসের র‍্যালিতে পাপ্পা
নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা
নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত