• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ এ.এম.
মহান বিজয় দিবসে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ-ছবি-ভিওডি বাংলা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধের ফটক খুলে দেওয়া হয়। এর ফলে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রবেশ করছেন সর্বস্তরের মানুষ।

রেওয়াজ অনুযায়ী প্রায় এক মাসব্যাপী প্রস্তুতির পর গত চার দিন স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ বন্ধ ছিল। তবে ভোর থেকেই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধের সামনে ঢাকা-আরিচা মহাসড়কজুড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষের ঢল। অনেকে ৪ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন নিরাপত্তাকর্মীরা।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার মহাসড়ককে ১৩টি সেক্টরে ভাগ করে চার হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের জান-মাল রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস
সিইসি’র বক্তব্যের ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন
হাদির ওপর হামলা সিইসি’র বক্তব্যের ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন