• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শান্তিরক্ষী মৃত্যুর ঘটনায় নৌপরিবহন উপদেষ্টার শোক

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পি.এম.
নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি

সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। একইসঙ্গে তিনি নৃশংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সংঘটিত হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও ৮ জন মারাত্মকভাবে আহত হন।

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শহীদ শান্তিরক্ষীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে এ ঘটনায় আহত ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করেন।

শোকবার্তায় নৌপরিবহন উপদেষ্টা বলেন, “বিশ্ব শান্তি ও মানবতার সেবায় নিয়োজিত অবস্থায় এই বীর সেনাদের আত্মত্যাগ জাতির জন্য অপূরণীয় ক্ষতি।” 

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রশংসিত। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

তিনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেছেন এবং সুদানে সহিংসতা অবিলম্বে বন্ধে সকল সংশ্লিষ্ট পক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিঙ্গাপুর পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সিঙ্গাপুর পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব: মাহফুজ
আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব: মাহফুজ
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি