• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া: ডিবি

নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ এ.এম.
সাংবাদিক আনিস আলমগীর। সংগৃহীত ছবি

সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়ে সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি। এ কারণে তাকে রাতভর ডিবি কার্যালয়ে থাকতে হবে।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি। ফলে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ কারণে আজ রাতে তাকে ডিবি কার্যালয়েই থাকতে হচ্ছে।’

এর আগে রোববার রাতে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। সে সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান
ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান
সদস্যরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন
ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে সদস্যরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন
গণমাধ্যমের প্রতি জনআস্থা ফেরানো জরুরি: তথ্য উপদেষ্টা
গণমাধ্যমের প্রতি জনআস্থা ফেরানো জরুরি: তথ্য উপদেষ্টা