• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া: ডিবি

নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ এ.এম.
সাংবাদিক আনিস আলমগীর। সংগৃহীত ছবি

সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়ে সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি। এ কারণে তাকে রাতভর ডিবি কার্যালয়ে থাকতে হবে।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি। ফলে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ কারণে আজ রাতে তাকে ডিবি কার্যালয়েই থাকতে হচ্ছে।’

এর আগে রোববার রাতে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। সে সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা
ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা
স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস রাখলে সরকারই লাভবান হবে
মাহফুজ আনাম স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস রাখলে সরকারই লাভবান হবে
সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতা
নূরুল কবীর সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতা