• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পি.এম.
আনিস আলমগীর। সংগৃহীত ছবি

সাংবাদিক আনিস আলমগীরকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।’

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ডিবি পুলিশ বা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কে তাকে তুলে নিয়ে এসেছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারা নিয়ে এসেছে তা জানি না। তবে আমি এখন ডিবি হেফাজতে রয়েছি।’ কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

একটি সূত্র জানিয়েছে, ধানমন্ডির একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে ডিএমপির গোয়েন্দা শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণমাধ্যমের প্রতি জনআস্থা ফেরানো জরুরি: তথ্য উপদেষ্টা
গণমাধ্যমের প্রতি জনআস্থা ফেরানো জরুরি: তথ্য উপদেষ্টা
চ্যাম্পিয়ন চ্যানেল ২৪
ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫ চ্যাম্পিয়ন চ্যানেল ২৪
সময় টিভির চেয়ারম্যানের পদত্যাগ
সময় টিভির চেয়ারম্যানের পদত্যাগ