• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাগমারায়

কৃষি জমিতে জামায়াত নেতার পুকুর খনন, পাঁচ শ্রমিকের কারাদণ্ড

রাজশাহী ব্যুরো    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পি.এম.
কৃষি জমিতে জামায়াত নেতার পুকুর খনন, পাঁচ শ্রমিকের কারাদণ্ড। ছবি: সংগৃহীত

বাগমারার বাসুপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সাত্তারের অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজারের (ভেকু) চালকসহ পাঁচ শ্রমিকের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম, শিপন, আলমগীর হোসেন ও আরিফুল ইসলাম।

গতকাল শনিবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা এই রায় দেন।

জানা গেছে, বাগমারায় পুকুর খনন চক্রের মুল হোতা বাসুপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সাত্তার মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে সাইপাড়া গ্রামের নাককাটি বিলে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন শুরু করেন।

প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত পুকুর খননের নামে ট্রাক্টরযোগে এলাকার বিভিন্ন ইটভাটায় জমির টপসয়েল বিক্রয় করা হচ্ছিল। এতে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার পাশাপাশি ট্রাক্টরযোগে বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করায় এলাকার পাকা রাস্তার ব্যাপক ক্ষতি হয়। এ কারণে এলাকার কৃষকরা বাধা দিলেও তাদের পাত্তা না দিয়ে হুমকি-ধামকি দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে জামায়াত নেতা আব্দুস সাত্তার অবৈধভাবে পুকুর খনন কাজ চালিয়ে যেতে থাকেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, এলাকার কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পুকুর খননের দায়ে ড্রেজারের চালকনসহ পাঁচজন শ্রমিককে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে তারা দোষ স্বীকার করায় তাদের কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরের অনুমতি না থাকায় ওই অবৈধ পুকুর খনন কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

ভিওডি বাংলা/মোঃ রমজান আলী/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসংখ্য মুক্তিযোদ্ধাদের জ্যান্ত মাটি চাপা দিয়ে হত্যা করা হয়
গগণবাড়ীয়া অসংখ্য মুক্তিযোদ্ধাদের জ্যান্ত মাটি চাপা দিয়ে হত্যা করা হয়
সাতক্ষীরা সুন্দরবনের নীরব গডফাদার শিশু মণ্ডল
সাতক্ষীরা সুন্দরবনের নীরব গডফাদার শিশু মণ্ডল
সৈনিক শামীম রেজার বাড়িতে শোকের মাতম
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সৈনিক শামীম রেজার বাড়িতে শোকের মাতম