বাগদানের খবর প্রকাশ করলেন অর্জুন রামপাল

‘ধুরন্ধর’ সিনেমায় শক্তিশালী অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে আবারও আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। পর্দার রেশ কাটতে না কাটতেই এবার লাইমলাইটে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন। এতদিন আড়ালে রাখা প্রেম ও বাগদানের খবর নিজেই প্রকাশ করেছেন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি এক পডকাস্টে নিজের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন অর্জুন রামপাল। দীর্ঘদিনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে তার সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উঠে আসে আলোচনায়। একই পডকাস্টে মুখ খুলেছেন গ্যাব্রিয়েলাও।
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঞ্চালনায় পডকাস্টে বিয়ের প্রসঙ্গ উঠতেই গ্যাব্রিয়েলা বলেন, ‘আমাদের দুজনের বাগদান হয়ে গেছে। এই প্রথমবার এ বিষয়ে আমরা প্রকাশ্যে কথা বলছি। আমরা বিবাহিত নই ঠিকই, কিন্তু ভবিষ্যতে কী হবে, তা বলা যায় না।’
এরপর বিষয়টি পরিষ্কার করে অর্জুন রামপাল বলেন, ‘বিয়ে না হলেও আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’ তার এই মন্তব্যে রিয়া চক্রবর্তীকেও বিস্মিত হতে দেখা যায়।
উল্লেখ্য, গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের সম্পর্কের বয়স প্রায় ছয় বছর। এর আগে ১৯৯৮ সালে মডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সংসারে তাদের দুই কন্যাসন্তান—মাহিকা রামপাল ও মাইরা রামপাল। তবে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৯ সালে। এরপর থেকেই গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন।
ভিওডি বাংলা/ আ







