মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হাদির চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বোর্ডের সব সদস্য উপস্থিত থেকে সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেন।
মেডিকেল বোর্ডের প্রধান, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য জানান।
ডা. আব্দুল আহাদ বলেন, হাদির নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে এবং রিপোর্ট সন্তোষজনক নয়। মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতার পাশাপাশি বিভিন্ন স্থানে রক্তক্ষরণ লক্ষ্য করা গেছে। ক্লিনিক্যাল অবস্থায় উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি, অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন।
তিনি আরও জানান, হাদির ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে। লাইফ সাপোর্টের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস চালু আছে এবং কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে। তবে মূল সংকট এখন মস্তিষ্কজনিত।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে রিকশাযোগে গন্তব্যে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একই দিন রাতে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ভিওডি বাংলা/জা


