• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদির ওপর হামলা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এ.এম.
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্ট থেকে চব্বিশের বিপ্লবের অংশীদারদের বিতর্কিত করে হত্যাযোগ্য করার চেষ্টা চলছে এবং শরিফ হাদির ওপর হামলাও সেই ধারাবাহিকতার অংশ।”

তিনি আরও বলেন, “চব্বিশের নেতৃত্ব সরিয়ে দিলেই বিপ্লবকে নস্যাৎ করা সম্ভব বলে মনে করে কোনো শক্তি, তবে তারা ব্যর্থ হবে।” নাহিদ ইসলাম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রাক্কালে পরিকল্পিতভাবে লেখক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের উদাহরণ তুলে ধরে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রগতি তখনও বাধাগ্রস্ত হয়েছিল।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, ৫৪ বছর পরও মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের স্বপ্ন-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার-সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি এবং দেশ বারবার দাসত্ব ও ফ্যাসিবাদের মুখোমুখি হয়েছে।

তিনি শেষ করেন, আসন্ন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করা এবং সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করা এনসিপির মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদির অবস্থা আশঙ্কাজনক, অস্ত্রোপচারের পরও স্প্রিন্টারের অংশ মস্তিষ্কে
হাদির অবস্থা আশঙ্কাজনক, অস্ত্রোপচারের পরও স্প্রিন্টারের অংশ মস্তিষ্কে
একাত্তরে পাকিস্তান ও পরবর্তী হিন্দুস্তান বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ: রাশেদ
একাত্তরে পাকিস্তান ও পরবর্তী হিন্দুস্তান বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ: রাশেদ
দিল্লির দাসত্ব ছাড়তে হবে: সাদিক কায়েম
দিল্লির দাসত্ব ছাড়তে হবে: সাদিক কায়েম