আরও হামলার আশঙ্কা করছি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ যখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফেরার স্বপ্ন দেখছে, ঠিক তখনই আবার নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে বাংলাদেশের শত্রুরা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক, কবি-সাহিত্যিক ও সাংবাদিকদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এতে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের হারায়।
তিনি বলেন, আজকের দিনে আমরা সেই নির্মম ইতিহাস স্মরণ করছি। একইভাবে ২০২৪ সালেও দেশে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে। বাংলাদেশ যখন একটি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে, তখন আবারও এ ধরনের সহিংসতা গভীর উদ্বেগজনক। সম্প্রতি ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং আশঙ্কা করছি, এমন ঘটনা আরও ঘটতে পারে।
বিএনপি মহাসচিব আরও বলেন, দলীয় চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। তিনি জানান, বিএনপি যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা এবং ঢাকা মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা







