• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া

ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়ায় ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধের ঘটনায়  ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের ডিসি-এসপি সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-( সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে হামলা হয়েছে তাকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা মির্জা আব্বাসকে অপমান করার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে এমন হলে তা আর সহ্য করা হবে না। তারা বলেন, স্বাধীনতা বিরোধী ওই চক্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।

পাশাপাশি তারা ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

ভিওডি বাংলা/ আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
‘জলতরঙ্গ ফুড পার্ক’ উদ্বোধন করলেন ডা. লুৎফা হক
নেত্রকোণা ‘জলতরঙ্গ ফুড পার্ক’ উদ্বোধন করলেন ডা. লুৎফা হক