• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী-ছবি: সংগৃহীত

সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় পর্যায় ফেইজ-টু চালুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আবেদন সাপেক্ষে অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা। নির্বাচন বানচালের যেকোনো ধরনের ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং অস্ত্রের প্রয়োজন মনে করছেন, তারা আবেদন করলে অস্ত্রের লাইসেন্স পাবেন। এছাড়া যেসব প্রার্থীর অস্ত্র পূর্বে সরকারের কাছে জমা রয়েছে, সেগুলোও ফেরত দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ