• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমান: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী -ছবি-ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশবাসী যার অপেক্ষায় আছে, ‘গণতন্ত্রের টর্চ বেয়ারার’ তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসবেন। এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন গণতান্ত্রিক জোয়ার আনার সম্ভাবনার প্রতীক।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
অনুষ্ঠানে আমীর খসরু বলেন, বিএনপির দেশ গড়ার, আগামীর দেশ গড়ার যে প্রত্যয়, যে রূপরেখা, যে স্বপ্ন আমাদের নেতা তারেক রহমান নিয়েছেন, সেটার অংশ হিসেবে আজকের এই দেশ গড়ার কর্মসূচি। আমরা সবাই বেশি আনন্দিত যে আগামী ২৫ তারিখে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতা যার অপেক্ষায় বাংলাদেশ, যার আগমনে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে গণতন্ত্র , গণতান্ত্রিক অর্ডার ফিরে আনার যে সংগ্রাম বিগত বছরগুলোতে আমরা করেছি। যার নেতৃত্বে আন্দোলনে আমরা সফল হয়েছি সেই আন্দোলনের নায়ক, ‘গণতন্ত্রের টর্চ বেয়ারার’ তারেক রহমান বাংলাদেশে ইনশাল্লাহ ফিরে আসবেন।

ইনকিলাব মঞ্চের নেতা হাদির ওপর হামলার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। চট্টগ্রাম মহানগরীতে বিএনপি নেতার ওপরও আক্রমণ হয়েছে। গতকাল আরেকটি ঘটনা ঘটেছে। এই সময়টাতে যখন স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন বিএনপি বাংলাদেশের সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর নিপীড়ন-নির্যাতন ভোগ করেছে, ৫ আগস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে মাথায় রেখে বিএনপি একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্যে, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার রাজনীতি ধারণ করছেন তারেক রহমান।

তিনি বলেন, আমরা দেখতে পারছি তার বিপরীতে একটি রাজনীতি। সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি, গায়ের জোরের রাজনীতি, অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি, অন্যকে ছোট করার রাজনীত। এ ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ বুদ্ধিজীবী আদর্শে বহু পথের রাজনীতি চাই: তারেক
শহীদ বুদ্ধিজীবী আদর্শে বহু পথের রাজনীতি চাই: তারেক
ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী ঐক্যের আহ্বান, বিএনপির পূর্ণ অংশগ্রহণ
ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী ঐক্যের আহ্বান, বিএনপির পূর্ণ অংশগ্রহণ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক