• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
রাজধানীর কেরানীগঞ্জে ‘জাবালে নূর টাওয়ার’-এর বাণিজ্যিক ও আবাসিক অংশে আগুন-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর কেরানীগঞ্জে ‘জাবালে নূর টাওয়ার’-এ আগুন লাগার খবর পাওয়া গেছে। সাত ঘণ্টা অতিবাহিত হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

 শনিবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য জানান।

জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত হলেও বেইজমেন্ট একটিই। ১ম ও ২য় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ঝুট গোডাউন, উপরে আবাসিক কোয়ার্টার রয়েছে। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি হওয়ায় তালা ও শাটার কেটে আগুন নেভাতে হচ্ছে।

দোলন আরও জানান, আগুন লাগার সময় ধোঁয়ার কারণে ভবনে আতঙ্ক সৃষ্টি হয়। এখন পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে আরও ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ