• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএমপি কমিশনার

নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পি.এম.
ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় অগ্রগতি সম্পর্কে শেখ মো. সাজ্জাত আলী বলেন,
‘ঘটনার সঙ্গে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।’

তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। একই সঙ্গে আসন্ন নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

হামলাকারীদের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন,
‘আমরা ক্রাইম টার্গেটকে শনাক্ত করার চেষ্টা করছি। এখনও ২৪ ঘণ্টা পার হয়নি। আশা করছি দ্রুতই বিষয়টি ডিটেক্ট করতে পারব।’

এই চক্রে কতজন জড়িত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত চলমান থাকায় এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। অভিযুক্তের নাম প্রকাশের ক্ষেত্রেও একই অবস্থান জানান তিনি। জনগণের সহযোগিতাও চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা