• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: ফাহিম ফারুকী

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম.
এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফাহিম ফারুকী-ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪–এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

ফাহিম ফারুকী বলেন, নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। এই আক্রমণের মাধ্যমে আওয়ামী লীগ বার্তা দিয়েছে-নির্বাচন হলে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। তাই কোনোভাবেই নির্বাচন যেন না হয়, সে লক্ষ্যেই তারা কাজ করছে।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই নিষ্ক্রিয়তার দায় তিনি এড়াতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। আগামী ছয় ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে তবেই আমরা ঘরে ফিরবো। আমরা আলু-পেঁয়াজের গল্প শুনতে চাই না, আমরা বিচার চাই।

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে ফাহিম ফারুকী বলেন, তিনি বর্তমানে নিঃশ্বাস নিচ্ছেন এবং তাকে রক্ত দেওয়া হচ্ছে। তার পরিবার হাসপাতালে উপস্থিত রয়েছে। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, গুলিটি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে তার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে মারাত্মক ক্ষতি করেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ বলা হয়। আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই সময়ে নতুন কোনো চিকিৎসা-হস্তক্ষেপ করা হবে না।

তিনি আরও জানান, হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন এবং তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। তবে চিকিৎসকেরা এখনই তার অবস্থা নিয়ে নিশ্চিত কোনো আশাবাদ ব্যক্ত করতে পারছেন না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী ঐক্যের আহ্বান, বিএনপির পূর্ণ অংশগ্রহণ
ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী ঐক্যের আহ্বান, বিএনপির পূর্ণ অংশগ্রহণ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক
চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, রিজভীর প্রশ্ন
চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, রিজভীর প্রশ্ন