• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

​যশোর প্রতিনিধি    ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পি.এম.
যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা। ছবি: ভিওডি বাংলা

যশোর কেন্দ্রীয় কারাগারে মিজানুর রহমান (৪৯) নামে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক কয়েদি আত্মহত্যা করেছেন। তার কয়েদি নম্বর ৮৭০৯। তিনি শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর পুত্র।

​কারাগারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ জুলাই একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাগারে আসেন এবং কপোতাক্ষ-৩ ভবনে তাঁর স্থান নির্দিষ্ট ছিল।

​কারা সূত্রে জানা যায়, শুক্রবার ৫:৩০টা থেকে ৬:০০টার মধ্যে তিনি কোনোভাবে কার্পেট চত্বরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আত্মহননের পথ বেছে নেন। কর্তব্যরত কারারক্ষীরা বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নিলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

​জেলার আবিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েদির পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তাঁদের উপস্থিতিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে