• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুলিবিদ্ধ হাদির স্বজনদের খোঁজ নিলেন জুবাইয়দা রহমান

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পি.এম.
শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন ডা. জুবাইয়দা রহমান। ছবি: ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইয়দা রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর)  রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে  তিনি হাদির সজনদের খোঁজখবর নেন।

জুবাইয়দা রহমান হাদীর ছোট ভাই ওমর ও তার বোনের সাথে কথা বলেন।

এর আগে আজ বেলা ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাকে গুরুতর অবস্থায় ঢামেকে আনা হয়।

রাত ৮টা ৫ মিনিটে হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে সেখানে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, মোটরসাইকেল আরোহী দুজন কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়।

হাদির সঙ্গে একই পথে থাকা তাঁর রাজনৈতিক সহকর্মী মো. রাফি বলেন, “জুমার নামাজ শেষে আমরা রিকশায় হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগরে পৌঁছতেই হঠাৎ মোটরসাইকেলে দুইজন এসে হাদি ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন
নাসীরুদ্দীন পাটওয়ারী: সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন
বিএনপি ক্ষমতায় এলে প্রযুক্তি খাতে ৭ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে
এ কে এম ওয়াহিদুজ্জামান: বিএনপি ক্ষমতায় এলে প্রযুক্তি খাতে ৭ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে
গ্যাস সমস্যা ও মন্দির নির্মাণে দ্রুত উদ্যোগ নেব: ইশরাক
গ্যাস সমস্যা ও মন্দির নির্মাণে দ্রুত উদ্যোগ নেব: ইশরাক