• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত পাঁচ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পি.এম.
প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দূর্গাপুর দক্ষিনপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, রাশিদা খাতুন(৪০) আফরোজা খাতুন (৪০) ও আলী আহমেদ (১৮) ও লিপি খাতুন ও শান্ত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দূর্গাপুর এলাকায় মো.শাহিনুর রহমান শাহিনের বাড়িতে যান রাশিদা খাতুন। সেখানে দুজনের মধ্যে বাকবিতন্ডা হলে একপর্যায়ে রাশিদার উপর হামলা চালায় শাহিনের লোকজন এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

এজাহার সূত্রে জানা যাই, রাশিদা খাতুনের ছেলে রকির সাথে ফোনে যোগাযোগ ছিলো শাহিনুর রহমানের বোন সাথির সাথে। বৃহস্পতিবার বিকেলে শাহিনুর এর বাড়িতে যান রাশিদা খাতুন, তিনি শাহিনুরকে বলেন তার বোন সাথি যেনো রকিকে বলে আমাকে ফোন দিতে এসব কথা নিয়ে কথা-কাটাকাটি এক পর্যায়ে শাহিনুর এর বাড়ির লোকজন এলোপাতাড়ি হামলা চালায় এতে পাঁচজন আহত হয়। আহতরা সবাই কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এবিষয়ে আহত আলী জানান, তার চাচি রাশিদা খাতুনকে মারধর করে শাহিনুর ও তাদের বাড়ির লোকজন তিনি গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে মারধর করে। 

অভিযোগ অস্বীকার করে সুজন আলী জানান, জমি জাইগার বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিলো। আমরা কাওকে মারধর করিনাই ওরাই আমাদের বাড়িঘর ভাংচুর করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ মোশাররফ হোসেন/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল