• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওসমান হাদিকে গুলি

দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনা শুধু একজন ব্যক্তিকে টার্গেট করা নয়–এটি দেশের অস্তিত্ব ও শান্তিশৃঙ্খলা বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

ওসমান হাদিকে গুলি করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা যে হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপির এক প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গণতন্ত্রের পক্ষের সব মানুষের এ ঘটনার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানো উচিত।’

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশ একটা সংকটের মধ্যদিয়ে যাচ্ছে, এক বছর ধরে দেখছি, একটি দল প্রকাশ্যে হুমকি দিচ্ছে–দেশে নির্বাচন হতে দেয়া হবে না।’
 
তিনি অভিযোগ করেন, ‘একটি দল, একটি গোষ্ঠী দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টে উঠেপড়ে লেগেছে। দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করছে। হাদিকে গুলি করার ঘটনা তারই প্রমাণ বহন করে।’

তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী, ফ্যাসিবাদবিরোধী এবং দেশের অস্তিত্ব ও স্বাধীনতা-সার্বভৌমত্বে আস্থাশীল প্রতিটি দল, মানুষ ও ব্যক্তিকে অতীতের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি নেতাকর্মীদের যে কোনো বিভ্রান্ত ছড়ানো থেকে দূরে থাকতে এবং সচেতন থাকতে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসন ও তদন্তকারীদের সর্বোচ্চ সহাযোগিতার অঙ্গীকার করেন।

বক্তৃতার শেষে তিনি বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যে কোনো মূল্যে দেশের মানুষের হারানো গণতন্ত্র ফিরে পেতে হবে।’

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ডে স্বাবলম্বী হয়ে নারীরা মাথা উঁচু করে দাঁড়াবে
তানভীর আহমেদ রবিন: ফ্যামিলি কার্ডে স্বাবলম্বী হয়ে নারীরা মাথা উঁচু করে দাঁড়াবে
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার