• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন হবে কিনা এই আশঙ্কা পুরোপুরি দূর হয়নি: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পি.এম.
বদিউল আলম মজুমদার-ছবি-ভিওডি বাংলা

নির্বাচন হবে কিনা এই আশঙ্কা পুরোপুরি দূর হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।  

শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে আয়োজিত"বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে" আলোচনায় এ কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন হবে কিনা এই আশঙ্কা বহুলাংশে দূরীভূত হয়েছে। তবে, পুরোপুরি দূর হয়নি। আমিসহ অনেকের মনে দুটো প্রশ্ন রয়েছে। একটা হলো-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা। নির্বাচন একটি প্রক্রিয়া এবং এর অনেকগুলো ধাপ রয়েছে। ভোটার তালিকা থেকে ফলাফল ঘোষণা এবং নির্বাচনী বিরোধ মিমাংসা পর্যন্ত, এই পুরো প্রক্রিয়া কারসাজিমুক্ত ও স্বচ্ছ হয় কিনা-এর উপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নির্ভর করবে।’    

তিনি যোগ করেন-‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে সংস্কার করাসহ নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বেশি সুষ্ঠু নির্বাচন নির্ভর করবে রাজনৈতিক দল এবং প্রার্থীদের সদাচরণের উপর। এদিকে নির্বাচন কমিশনের উপরেও সুষ্ঠু নির্বাচন নির্ভর করবে।’ 

বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এই প্রশ্ন উঠার বড় কারণ হলো-আমাদের রাজনৈতিক সংস্কৃতি গুরুতর অবনতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়। আমাদের রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব না নেয়, সদাচরণের জন্য যদি অঙ্গীকারবদ্ধ না হয়, তাহলে পুলিশ, আর্মি এবং নির্বাচন কমিশন সবকিছু করতে পারবে না।’      

দলের নিবন্ধন দেয়ার দাবি জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম বলেন, ‘আগামী সোমবারের ভেতরে নিবন্ধন না দেয়া হলে, মঙ্গলবারে আমরা নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার কাছে জবাবদিহি চাইতে যাবো।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে যৌথ সেনা অভিযানে গ্রেফতার ৩৩ অপরাধী
সারাদেশে যৌথ সেনা অভিযানে গ্রেফতার ৩৩ অপরাধী
শঙ্কা কাটিয়ে স্বাভাবিক সময়েই চলবে মেট্রোরেল-ডিএমটিসিএল
শঙ্কা কাটিয়ে স্বাভাবিক সময়েই চলবে মেট্রোরেল-ডিএমটিসিএল
আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট