• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারাদেশে যৌথ সেনা অভিযানে গ্রেফতার ৩৩ অপরাধী

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পি.এম.
বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে সাতদিনব্যাপী যৌথ অভিযান-ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে সারাদেশে যৌথ অভিযানে গত ০৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ৩৩ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গোলাবারুদ, ১২টি ককটেল, বিভিন্ন ধরনের দেশি-বিদেশি মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক যৌথ অভিযান পরিচালনা করেছে।  চোরাকারবারিসহ মোট ৩৩ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রমের জন্য আটককৃতদের সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালিত হচ্ছে। একই সাথে, শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি