সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ নতুন সচিবালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আপিল বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ভবিষ্যত সরকারের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, স্বাধীন বিচার ব্যবস্থার সফলতা ও ব্যর্থতা-সবটিই গ্রহণ করতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টাতেই পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।
এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, পৃথক সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে এখন বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করতে পারবে, এবং তারা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।
এর আগে ৩০ নভেম্বর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। এর মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রশাসন নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়।
ভিওডি বাংলা/জা






